জামালগঞ্জ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:০৩

হাওরে বাঁধে অনিয়ম, পিআইসি সভাপতিসহ ৪ জনের মুচলেকায় মুক্তি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওর, পাকনার ও শনির হাওরের বাঁধের কাজে অনিয়ম ও ধীরগতিসহ আইন ভঙ্গ করায় তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের আদেশে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের হালির হাওরের ২১নং পিআইসির প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আক্তার আলী, শনির হাওরের ৩২নং পিআইসির সভাপতি আব্দুল আলী, ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওরের ৪১নং পিআইসির সভাপতি আমিরুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যাংশু।

পরে ওই রাতেই মুচলেকার মাধ্যমে তাদের চারজনকে মুক্তি দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের কাজে ক্রটির কথা বার বার বলার পরও ক্রটিগুলো সংশোধন না করায় তাদের আটক করা হয়। পরে ক্রটি সংশোধন করে সঠিক সময়ে কাজ সম্পূর্ণ করবেন মর্মে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত