গোয়াইনঘাট প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:০৯

প্রচার প্রচারণায় সরব গোয়াইনঘাট উপজেলা

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার প্রচারণা শুরু হয়েছে। ভোটাদের বাড়ি, এলাকার সামাজিক সংগঠন এবং উৎসব সমূহে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের মেলে ধরতে ছুটে বেড়াচ্ছেন সকল প্রার্থীরা।

সদর উপজেলা ও ৯টি ইউনিয়নে ১ লক্ষ ৮৬ হাজার ভোটার নিয়ে গঠিত গোয়াইনঘাট উপজেলা। সময় কম তাই সকল ভোটারদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মনোনয়ন দাখিলের পর থেকেই গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ছুটে বেড়াচ্ছেন তারা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল গণসংযোগ করেন উপজেলার ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নের লেঙ্গুঁড়া মাদ্রাসা, নিয়াগুল, গুরুকচি, গোয়াইনঘাট সদর, ৫নং আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট,পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজার,মামার দোকান,পশ্চিম জাফলংয়ের পরগনা বাজার এলাকায়।


বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ প্রচারণা চালান ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নের লেঙ্গুঁড়া মাদ্রাসা, নিয়াগুল, গুরুকচি, ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী বাজার, হাকুর বাজার, কামাইদ, নিহাইন বাজার, মানিকগঞ্জ বাজার, ৬নং ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর বাজার এলাকায়।
আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী গোলাপ মিয়া জাফলং, রাধানগর, জাফলং মাদ্রাসা, ২নং পশ্চিম জাফলং মাতুরতল বাজার, আহারকান্দি, পরগনা বাজার, গোয়াইনঘাট উপজেলা সদও এলাকায় গণসংযোগ করেন।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচেন সিলেটের গোয়াইনঘাটে উপজেলা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউ/পি চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া হেলাল। বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাপ মিয়া।


নির্বাচনে বিএনপি নেই। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ের দৌড়ে অন্যতম প্রার্থীদের একজন হয়েও মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনের মাঠ থেকে দূরে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক খোকন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শাহ্ আলম স্বপন।

আপনার মন্তব্য

আলোচিত