গোলাপগঞ্জ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৯ ০০:৪১

জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব হবে: পুলিশ সুপার

সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান( পি.পি.এম) বলেছেন, মাদকের কুফল অনেক। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব হবে। আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা নিজে মাদক সেবন করবো না, অন্যকেও মাদক সেবন ও ব্যবসা করতে দিবো না। মাদক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হবে। পরিবার ও সমাজের সকলকে সচেতন করে তুলতে পারলেই মাদক পুরোপুরি প্রতিরোধ সম্ভব হবে।আগে আমরা আমাদের পরিবারকে ঠিক করবো পরে সমাজকে। আমার সন্তান কোথায় থাকে কি করে। সেকি কোন মাদক সেবন করছে। এ সব বিষয়ে লক্ষ রাখতে হবে।

তিনি রোববার বিকেল ৫টায় গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে আয়োজিত জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের সাথে যদি কোন পুলিশ কর্মকর্তা জড়িত থাকে তাকেও জেলে যেতে হবে। এ বিষয়ে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি মাদক নির্মূলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সহযোগীতা করার আহবান জানান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ। বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শফিকুর রহমান, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, জামিল আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, ইউপি সদস্য রুহেল আহমদ, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ।

আপনার মন্তব্য

আলোচিত