সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০১৯ ২১:০৯

বর্ষার আগে নগরীর সড়ক ও ড্রেনেজ সংস্কারের দাবি বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বর্ষা মৌসুমের আগে রাস্তাঘাট-ড্রেনেজ  সংস্কার সম্পন্ন, নগরীতে টাউন বাস চালু, সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু, নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন-শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করা,উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট -জনদূর্ভোগ বন্ধ করার দাবিতে ১ মার্চ বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরি সুমন, শ্রমিক ফ্রন্টের মামুন ব্যাপারি, চা শ্রমিক ফেডারেশনে নিপা মোধি, ছাত্র ফ্রন্ট এর পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, এম ওয়াদুদ,সঞ্চিত শর্মা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর নগরীর জলাবদ্ধতা নিরসনে কথা বলা হয়ে থাকে।কিন্তু বর্ষা আসলেই সিলেট নগরী জলাবদ্ধতায় নিমজ্জিত হয়। সাথে এবছর যুক্ত হয়েছে অপরিকল্পিত যত্রতত্র খোড়াখোড়ি। নগরীতে রয়েছে তীব্র যানজট। বক্তারা, উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট-জনদুর্ভোগ বন্ধ করে বর্ষা মৌসুমের আগে রাস্তা ঘাট-ড্রেনেজ সংস্কার সম্পন্ন করা, যানজট নিরসনে লক্ষে নগরীতে টাউনবাস চালু করা,নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন-চিকিৎসা-শিক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত