ছাতক প্রতিনিধি

০৩ মার্চ, ২০১৯ ০০:৪৩

ছাতকে বিএনপি নেতা ফজলু মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

ছাতকের দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ফজলু মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২মার্চ) বিকেলে দোলারবাজারে ইউনিয়ন বিএনপি ও সহ সহযোগি সংগঠনের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান রুয়েল ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ফজলু মিয়া ছিলেন একজন ভাল মনের মানুষ।

তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ ও সহজ-সরল আদর্শ মানুষকে হারিয়েছে। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, মরহুম ফজলু মিয়া ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ।

তাঁর মৃত্যুতে দলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আসলাম আহমদ, সিলেট মহানগর বিএনপির সদস্য আলী আমজদ, আনোয়ার হোসেন ময়না, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির, আতাউর রহমান এমরান, কয়েছ আহমদ, মাহবুবুর রহমান, মুশফিকুর রহমান, আলী হোসেন মানিক, লুৎফুর রহমান ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমীন সুহান, মাওলানা জিয়াউর রহমান, এমরান আহমদ, রাকিব আলী, নিয়ামত উল্লাহ, রাহেল আহমদ, সুনামগঞ্জ রড সিমেন্ট মার্চেন্ট গ্রুপের সহ সভাপতি আব্দুল মতিন, ব্যবসায়ী শহিদুল হক ছায়াদ মিয়া, বিএনপি নেতা আফরোজ মিয়া, আবদুল জলিল মানিক, ছালিক আহমদ মেম্বার, মুহিব মেম্বার, মাহবুব আলী মকবুল, আনজব আলী, আরব আলী। বক্তব্য রাখেন, শাহিদ আহমদ, কামাল আহমদ তালুকদার, সুজন মিয়া, শহিদ আহমদ, কলিম উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ক্বারি আছকির আলী এবং সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, কল্যানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ সিদ্দিকী। শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত