কমলগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০১৯ ১৭:২৮

নানা আয়োজনে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া করা হয়।

পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীনের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের সকল অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।

আপনার মন্তব্য

আলোচিত