মৌলভীবাজার প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৯ ২০:৩৯

মৌলভীবাজারের চিকিৎসকের চিঠির জবাবে যা বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ডা: সাঈদ এনাম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাঈদ এনামের চিঠির জবাব দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নে।

নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকা ও তার কিছু বক্তব্যের প্রতি সমর্থন জানানিয়ে ২৩ মার্চ একটি ই-মেইল করেন ডা: সাঈদ এনাম। ওই ইমেইলের পাঁচ দিন পর এর জবাব দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে এই সব ক্ষেত্রে যে অটো রিপ্লাই আসে এই মেইলটি তা নয়। মেইলের বিষয়টি নিশ্চিত করে এর একটি কপি দিয়েছেন ডা. সাঈদ এনাম।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের একান্ত সচিব ডায়না অকেবা ডা. সাঈদ এনামকে মেইলটি প্রেরণ করেন।

 মেইলটির বাংলা অনুবাদ হবুহু নিচে তুলে ধরা হল

ডা: সাঈদ এনাম ধন্যবাদ তোমাকে মেইলের জন্য, এমন সময়ে হাজারো মানুষের সমর্থন সাহসে আর পাশে পেয়ে আমি অনুপ্রাণিত।‘এখন আমার সব ধ্যান তাদের ঘিরে যারা এই ঘটনায় অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে রয়েছেন। সমগ্র নিউজিল্যান্ডবাসীর মতো আমিও আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমান সম্প্রদায়ের পাশে রয়েছি। এবং আমি এও বলছি, আমি তাদের পাশে আছি।’

‘আমার সব চিন্তা ভালোবাসা তাদের ঘিরেই যারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের প্রতি আমার এ ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা থাকবে আজীবন।’

‘নিউজিল্যান্ডের জন্য এটা এখন বিষাদময় সময়। এমন পরিস্থিতির সম্মুখে আমরা কখনও মুখোমুখি হইনি, কিন্তু এমন মুহূর্তে দেশ ও দেশের বাইরে সবার সহমর্মিতা ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে আমরা সবাই এক। সব শক্তি নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আপনাকে আবারও ধন্যবাদ পাশে থাকার জন্য।’

এ ব্যপারে ডা: সাঈদ এনাম বলেন, প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এর ভূমিকা ও কিছু বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তাকে ওই সময় ই-মেইল করেছিলাম। উনার ভুমিকায় সন্তুষ্ট হয়ে আমি এই মেইলটি করেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি রিপ্লাই পাব তা বুঝিনি। সত্যিকার অর্থেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ধর্মের ঊর্ধ্বে উঠে, ষড়যন্ত্রে গা না ভাসিয়ে বিশ্বে মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

আপনার মন্তব্য

আলোচিত