হবিগঞ্জ প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৯ ১৯:০১

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪৫ জন

ফাইল ছবি

সারা দেশের মতো হবিগঞ্জ জেলায়ও শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১ম দিনে বাংলা পরীক্ষায় জেলার ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৭শ’ ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
 
সোমবার (০১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। বা অসদুপায় অবলম্বনের জন্য কোন শিক্ষক বা শিক্ষার্থীকে বহিস্কারও করা হয়নি।
 
জেলা শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১১ হাজার ৭শ’ ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করেন ১১ হাজার ৬৩৩ জন। আর অনুপস্থিত ছিলেন ১৩৩ পরীক্ষার্থী। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৭শ’ ১৫ জনের মধ্যে অংশগ্রহণ করেন ৭শ’ ০৬ জন, অনুপস্থিত ছিলেন ০৯ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম-এ) পরীক্ষায় ২শ’ ৭৬ জনের মধ্যে ২৭৩ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ০৩ জন পরীক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত