নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০১৯ ১৯:২৪

এইচএসসির প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৭১৯ শিক্ষার্থী

সিলেট শিক্ষা বোর্ডের অধিন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ৭১৯ শিক্ষার্থী। সোমবার প্রথমদিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কোনো বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, বাংলা ১ম পত্র পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। প্রখমদিন অনুপস্থিত ছিল ৭১৯ জন শিক্ষার্থী।

অনুপস্থিত ৭১৯ জন শিক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ৩১৪ জন, হবিগঞ্জ জেলায় ১৩৩ জন, মৌলভীবাজার জেলায় ১৫৭ জন। সুনামগঞ্জ জেলায় ১১৫ জন।

মঙ্গলবার বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিলো ৭৬ হাজার ৬৯৮ শিক্ষার্থী। এর মধ্যে ৩৪ হাজার ৮৪১ জন ছেলে ও ৪১ হাজার ৮৫৭ জন মেয়ে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ১৩৫ জন বেশি।

আপনার মন্তব্য

আলোচিত