সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৯ ২২:০২

সাইফুর হত্যার প্রতিবাদে মদন মোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মদনমোহন কলেজের শিক্ষক সাইফুর রহমান হত্যার প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীবৃন্দ কলেজের মূল ফটকের সামনে দুপুর দেড়টায় মানববন্ধন থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

এসময় তারা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে দ্রুততার সাথে তৎপরতা চালিয়ে সকল আসামীদের গ্রেপ্তারের দাবিও জানান। আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে কোন আসামী বের হতে না পারে তা নিশ্চিত করারও আহ্বান জানান।

মানববন্ধন থেকে হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন, শিক্ষক পর্ষদের সম্পাদক অধ্যাপক আবদুল হামিদ, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক শংকর চৌধুরী, অধ্যাপক হোসনে আরা কামালী, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, মদনমোহন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমন প্রমুখ।

মানববন্ধন শুরুর আগে শিক্ষকমিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

উল্লেখ্য যে, মদনমোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুর রহমানের লাশ সুনামগঞ্জ বাইপাস রোডের পাশ থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ রোববার উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত