ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৯ ১৫:৩২

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩ কৃষক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জন কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উত্তর কুশিয়ারা ইউনিয়নের এলাকায় তেরাকুড়ি গ্রামে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধুপড়িয়া হাওরে ধান কাটতে যান তারা।  দুপুর বারোটার দিকে আকাশ মেঘলা করে বজ্রপাত শুরু হয়। এসময় তারা তিনজনই ঘটনাস্থলে বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। বৃষ্টি থামলে আশপাশের লোকজন তাদের মরদেহগুলো উদ্ধার করেন।

পরে কটালপুর গ্রামে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, মরদেহ তিনটি হাওর থেকে উদ্ধার  করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় তাদের দাফনের প্রক্রিয়া চলছে।

বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেঞ্চুগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত