নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০১৯ ০১:০৭

আতঙ্কের নাম বজ্রপাত: সিলেটে দুইদিনে প্রাণ গেলো ৬জনের

গত কয়েক বছর ধরেই সিলেটে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাত। বেড়েছে প্রাণহানির ঘটনা। এবার এখনও বৃষ্টির মৌসুম শুরু হয়নি। তবু শুরু হয়ে গেছে বজ্রপাতে প্রাণহানি। গত দুইদিনে সিলেট বিভাগে বজ্রপাতে মারা গেছেন ৬জন। এরমধ্যে মঙ্গলবার একদিনেই মারা গেছেন ৪জন।

মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মারা গেছেন ৩জন। আরেকজন মারা যান মৌলভীবাজারের বড়লেখায়। এরআগে রোববার সুনামগঞ্জে বজ্রপাতে মারা যান দুই জন। নিহতদের সকলেই কৃষক। বজ্রপাতের সময় হাওরে ধান কাটছিলেন তারা।

মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের এলাকায় তেরাকুড়ি গ্রামে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার আনোয়ার হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধুপড়িয়া হাওরে ধান কাটতে যান তারা। দুপুর বারোটার দিকে আকাশ মেঘলা করে বজ্রপাত শুরু হয়। এসময় তারা তিনজনই ঘটনাস্থলে বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। বৃষ্টি থামলে আশপাশের লোকজন তাদের মরদেহগুলো উদ্ধার করেন। পরে কটালপুর গ্রামে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, মরদেহ তিনটি হাওর থেকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় তাদের দাফনের প্রক্রিয়া চলছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বলেন, ফেঞ্চুগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন।

এদিকে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে বজ্রপাতে করিমা বেগম (৭০) নামে এক নারী আহত হয়েছেন। করিমা বেগম গ্রামের মৃত আজির উদ্দিনের স্ত্রী। এসময় তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয়ভাবে জানা গেছে, বৃষ্টির সময় বজ্রপাত হলে গোয়াল ঘরে গরু তিনটি মারা যায়। এসময় গোয়াল ঘরের পাশে থাকা করিমা বেগম আহত হন।

তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহম্মদ হোসেন বলেন, ‘বজ্রপাতে সরাসরি তিনি আহত না। বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। তিনি কাছাকাছি ছিলেন। বয়স্ক মানুষ। হাসপাতালে ভর্তি ছিলেন। স্বজনরা পরে ওসমানীতে নিয়ে গেছেন।’

আগের দিন সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় আব্দুল আউয়াল (৭৫) ধর্মপাশা উপজেলায় ফজল মিয়া (৩২) নামের দুই ব্যক্তি বজ্রপাতে মারা যান। বজ্রপাতের সময় এই দুজনও হাওরে ধান কাটছিলেন।

এনিয়ে গত এক সপ্তাহে বজ্রপাতে সিলেট বিভাগে মারা গেছেন ৯ জন আর আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আগের দিন সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় আব্দুল আউয়াল (৭৫) ধর্মপাশা উপজেলায় ফজল মিয়া (৩২) নামের দুই ব্যক্তি বজ্রপাতে মারা যান। বজ্রপাতের সময় এই দুজনও হাওরে ধান কাটছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত