সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৯ ১৮:১৩

প্রতিরোধে স্লোগানে কাঁপাও নিপীড়কের ভিত

নগরীতে নারী নিপীড়নবিরোধী প্রতিবাদী কর্মসূচী

‘প্রতিরোধে স্লোগানে কাঁপাও নিপীড়কের ভিত’- এই আহ্বানে সিলেট নগরীতে নারী নিপীড়ন বিরোধী অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর চাঁদনীঘাট এলাকায় কয়েকটি সংগঠনের তরুণদের উদ্যোগে এই প্রতিবাদী আয়োজন করা হয়।

প্রতিবাদী আয়োজনে নারী নিপীড়নবিরোদী পথনাটক ‘রেফারি’ পরিবেশন করে নাট্যসংগঠন নগরনাট, সিলেট।
ধর্ষনসহ সকল নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনামূলক লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে এতে অংশ নেন শতাধিক তরুণ।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, দেশের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। শিক্ষা প্রতিষ্ঠানেও নিপীড়নের শিকার হচ্ছে নারী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব ধর্ষণ-নিপীড়নের বিচার না হয় না। ধর্ষকরা ক্ষমতাবান হওয়ায় প্রশাসনও তাদের সহযোগিতা করে।

বক্তরা বলেন, আজ পর্যন্ত দেশের মানুষ জানতে পারেনি তনুকে কারা হত্যা করেছে। এমন বিচারহীনতা চলতে থাকায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। যার সর্বশেষ শিকার হয় মাদ্রাসা ছাত্রী নুসরাত।
বক্তারা নুসরত হত্যাসহ সকল নির্যাতনের ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান।

নারী নির্যাতনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সকলকে স্বোচ্ছার হওয়ারও আহ্বান জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক রাজীব রাসেল, শিশু সংগঠন উষা’র প্রধান সংগঠক তামিস্রা তিথি, নগরনাট সভাপতি উজ্জল চক্রবর্তী, নাট্যকর্মী দেবোজ্যোতি দাস দেবু, প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সভাপতি শাহ সিকান্দার শাকির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত