দিরাই প্রতিনিধি

২৬ মে, ২০১৯ ২১:৪১

দিরাইয়ে হাওর বাঁচাও আন্দোলনের মানব বন্ধন

প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, সরকারি ক্রয় কৃত ধানের বরাদ্দের চাহিদা বৃদ্ধি ও ধানের মূল্য বাড়ানোর দাবিতে মানব বন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটি।

রোববার (২৬ মে) বেলা দুইটায় দিরাই পৌর শহরের থানা রোডের রেন্টিতলায় ঘন্টাব্যাপী মানব বন্ধন করেন তারা।

উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তোরণ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল ইসলাম সরদার খেজুর এবং জেলা কমিটির সদস্য নুরুল আজিজ চৌধুরীর যৌথ সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি জাকির হোসেন, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক শাহীনুর আলম, হাওর বাঁচাও কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদ সরদার, সুরমা কলেজের প্রভাষক মোতাহার মিয়া মোস্তাক, শিক্ষক হাবিবুর রহমান, ছাত্রনেতা শাহ আলম, জুনায়েদ মিয়া, দিরাই থানা পাবলিক গ্রুপের অর্থ সম্পাদক শাব্বির আহমদ সরদার, সুবাস মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত