Advertise

শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ জুন, ২০১৯ ১৫:৫৫

৬ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। আখাউড়া-সিলেট রেলপথের কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ ৬ ঘন্টা বন্ধ থাকে।

রোববার (২ জুন) সকাল সোয়া ৩টায় লাইনচ্যুত কুশিয়ারা এক্সপ্রেসকে রিলিফ ট্রেন উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ও শমসেরনগর স্টেশন মাস্টার কবীর আহমেদ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে দুটি বগিসহ এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত