Advertise

গোয়াইনঘাট প্রতিনিধি

১২ জুন, ২০১৯ ০০:৫৯

গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুতস্পর্শে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছয়ফুন নেহার (০৫)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল গ্রামের বিল্লাল হোসেন’র মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকার পচুঁ মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবার প্রায় দুুই বছর ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় একটি কলোনীতে বসবাস করে আসছিল। গতকাল দুপুরে বাসার পাশে খেলাধুলা করছিল ছয়ফুন নেহার। এ সময় বাসার পার্শ্ববর্তী একটি মার্কেটের বৈদ্যতিক খুটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই যীশু দত্ত ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদশ্রের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত