Advertise

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১২ জুন, ২০১৯ ১৬:৩৭

ফেঞ্চুগঞ্জে নবাগত ইউএনওকে বরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হককে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল উদ্দিনকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, ২নং মাইজগাও ইউপি চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোরহান উদ্দিন সিন্দু, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ।

সভা শেষে বিদায়ী কর্মকর্তা আয়েশা হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করা হয়।

নবাগত নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত