হবিগঞ্জ প্রতিনিধি

১৩ জুন, ২০১৯ ০১:৪৯

হবিগঞ্জে আরো শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ শহরের কামড়াপুর, বেবিস্ট্যান্ড ও কোর্টস্টেশন এলাকায় সরকারী জায়গার উপর গড়ে উঠা আরো প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বুধবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন রুবেল জানান, এক শ্রেণীর আসাধূ ব্যক্তিরা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় সরকারী জায়গা ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর উপর অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে আসছিল।
ফলে সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন ও সরকারী জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালানা করা হয়েছে। যা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত