কুলাউড়া প্রতিনিধি

১৫ জুন, ২০১৯ ১৫:২৯

কুলাউড়ায় বিএনপির কাউন্সিল পণ্ড, নেতাকর্মীদের ক্ষোভ

পূর্বনির্ধারিত কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল পণ্ডের খবরে নেতাকর্মীদের চরম ক্ষোভ বিরাজ করছে।

দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুলাউড়া বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

এ খবরে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ শুক্রবার সন্ধ্যায় সভাপতি প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন। কিন্তু সকালে তিনি জেলা নেতৃবৃন্দের সাথে দেখা করে সম্মেলন নিয়ে নিজের অনাস্থা জানালে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিতাদেশ দিয়ে দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠান।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা হঠাৎ সম্মেলন স্থগিতের ঘটনাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে সম্মেলন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ক্ষোভ প্রকাশ করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সম্মেলনস্থলে রয়েছেন এবং কাউন্সিল চালিয়ে যাওযার কথা জানান।

এ ব্যাপারে কথা বলতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।।

আপনার মন্তব্য

আলোচিত