জৈন্তাপুর প্রতিনিধি

১৬ জুন, ২০১৯ ১৩:২০

জৈন্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দিনব্যাপী প্রশিক্ষণ

বাংলাদেশ সাসটেইনেবল কিউরিট গ্রেশন এবং ইমপ্রুভড মাইগ্রেশন গভর্নেন্স প্রত্যাশা বিষয়ক সমাই গ্রেশন ফোরাম মেম্বার অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) জৈন্তাপুর উপজেলা হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, প্রত্যাশা জৈন্তাপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্র্যাক আরএসসি মাইগ্রেশন ম্যানেজার শুভাশিস দেবনাথ।
 
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ নিয়ে গঠিত এ সংঘটন সামাজিক মনোসামাজিক ও আর্থিক সহযোগিতা করে আসছে ইউরোপফেরত অভিবাসীদের। তাদের মানসিক সমস্যার সমাধান ও আর্থিক সচ্ছলতা দিয়ে আসছে ২০১৫ সালের পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে।

ইতিমধ্যে উপজেলার দরবস্ত ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জিয়াউল হককে সম্পূর্ণ ফ্রি একটি ব্যাটারিচালিত অটোবাইক প্রদান করা হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা জৈন্তাপুর উপজেলা তত্ত্বাবধায়ক মামুনুর রশিদদের উপস্থাপনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা জৈন্তাপুর ইউনিট শাখার সহসভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ইউপি সদস্য গোলাম সোবানী, প্রচার সম্পাদক তাফসুমা হাবিবা লিমা, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিদ্দিকুর রহমান, রাহেল আহমদ, এখলাস আহমদ, সোহেল আহমদ, বাবুল মিয়া, রুবিনা বেগম, হারুনুর রশিদ, তরিকুল ইসলাম, আব্দুর রকিব, সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল।

আপনার মন্তব্য

আলোচিত