শ্রীমঙ্গল প্রতিনিধি

২৭ জুন, ২০১৯ ১৭:১৪

শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষের চারা রোপন কর্মসূচী।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের হবিগঞ্জ সড়কের পাশের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে গাছের চারা লাগিয়ে দেওয়ার মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা (ইএনও) নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আজিজুল হক রাজন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক, মৌলভীবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সহসভাপতি ও একাত্তর টিভির মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন প্রমুখ।

কর্মসূচীর প্রথম দিন উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়, শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে গাছ লাগানো হয়।

ইএনও নজরুল ইসলাম বলেন, পরিবেশকে বাচাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সে জন্য বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ কাজে গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগে আশা করছি অন্যেরাও অনুপ্রানিত হয়ে বৃক্ষরোপনের কাজে এগিয়ে আসবে।

আপনার মন্তব্য

আলোচিত