ছাতক প্রতিনিধি

২৯ জুন, ২০১৯ ২১:৫০

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে জয়নগর গ্রামের লালু শাহ ও শরীফের মধ্যে কথা কাটা কাটি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জেল ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত লালু শাহ(৩৫), মছন আলী(৪০) ও আসাদ মিয়া(৪২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ(২৮), কুতুব(২৭), সেলিম আহমদ(৪২), ফখর উদ্দিন(২৯), ফজল মিয়া(৫০), সালেহা বেগম(২৩)সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আনিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত