জৈন্তাপুর প্রতিনিধি

৩০ জুন, ২০১৯ ২২:৩৫

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত মেছোবাঘ উদ্ধার

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট প্রেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছেন পথচারীরা। আঘাতের কারণে সামনের দুই পা এখনো অবশ হয়ে রয়েছে। পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন প্রাণী চিকিৎসক।

স্থানীয়রা জানান, ২৯ জুন (শনিবার) রাত সাড়ে ৯ টায় সারীঘাট প্রেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের পাশে গুরুতর আহত হয়ে মেছোবাঘটি পড়ে ছিলো। আহত মেছোবাঘ পড়ে থাকতে দেখে উপজেলার ঘিলাতৈল গ্রামের পথচারি ইসমাইল মিয়া (২৫), কেন্দ্রী হাওর গ্রামের সালেখ আহমদ (১৭) লামনী গ্রামের নাসির উদ্দিন (১৯) এবং মজুমদার পাড়ার রাশেল আহমদ (১৬)। তারা বাঘটিকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে জৈন্তাপুর মডেল থানা পুলিশেকে খবর দেয়।

জৈন্তাপুর থানার ওসি খান মোঃ ময়নুল জাকির এর নির্দেশে এ.এস.আই তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেছোবাঘটি জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে। এরপর সারী রেঞ্জের বন কর্মকর্তার কাছে মেছোবাঘটি হস্তান্তর করে পুলিশ।

ওসি খান মোঃ মইনুল জাকির বলেন- মেছোবাঘটি মারাত্মক আহতবস্থায় উদ্ধার করে বন বিভাগকে সংবাদ দেই।বন বিভাগের লোকজন থানায় আসলে আমি মেছোবাঘটি তাদের নিকট হস্থান্তর করি।তবে বাঘটি মারাত্বক আহত কোন গাড়ী হয়ত বাঘটিকে চাপা দিয়ে ফেলে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত