নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০১৯ ২৩:০৩

সিলেটে হিজড়া জনগোষ্ঠির স্বাস্থ্য ও মানবাধিকার সচেতনতা নিয়ে কর্মশালা

হিজড়া জনগোষ্ঠির স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সিলেটে সাংবাদিকদের নিয়ে কর্মশালা করা হয়েছে। 'রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠিকে সরকার ৩য় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সামাজের মূলস্রোত থেকে তারা এখনও বিচ্ছিন্ন। শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত। ফলে অবহেলা ও বঞ্চনায় চরম মানবেতন জীবনযাপন করে এই জনগোষ্ঠি। তাদের মানবাধিকারও উপেক্ষিত। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে কর্মশালায় হিজড়া জনগোষ্ঠি নিয়ে বিভিন্ন তথ্য উপাত্বত উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. ফরিদ আহমদ ও মো. আবুল বরকত।

কর্মশালায় সাংবাদিকরা হিজড়া জনগোষ্ঠির স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে নিজেদের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এতে হিজড়া জনগোষ্ঠিরও একাধাক সদস্য নিজেদের সমস্যা, প্রতিবন্ধকতা ও সঙ্কট নিয়ে বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত