সুনামগঞ্জ প্রতিনিধি

০১ জুলাই, ২০১৯ ০০:১৭

সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ৩ লক্ষ ৮৫ হাজার টাকার চেক বিতরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে সুনামগঞ্জের ১৯টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ৩ লক্ষ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৯টি সংগঠনের মধ্যে চেক বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার ফারজানা আক্তার ববি, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিল্পকলার সহ-সভাপতি দেবদাস চৌধুরী রঞ্জন, সারেগামার সভাপতি অনিশ তালুকদার বাপ্পু, সাংবাদিক ও গীতিকার আল হেলাল, লোকদল শিল্পিগোষ্ঠির সভাপতি বিধান বণিক প্রমুখ।
এসময় বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্তিত ছিলেন।

জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো হলো স্বরবিতান সংগীত নিকেতনকে ২৫ হাজার, স্পন্দন সাংস্কৃতিক সংস্থাকে ৩৫ হাজার, বুলবুল সংগীত নিকেতন ২৫ হাজার, ধানেশ্রী সংগীত নিকেতন ৩০ হাজার, শুদ্ধ সংগীত পরিষদকে ৩০ হাজার, সুরালোক সাংস্কৃতিক সংস্থাকে ৩০ হাজার, সুন্দরম শিল্পীগোষ্ঠীকে ২০ হাজার, লোকদল শিল্পীগোষ্ঠীকে ২০ হাজার, বন্ধন থিয়েটারকে ১৫ হাজার, বাউল কামালপাশা সংস্কৃতি সংসদকে ১৫ হাজার, নৃত্যাঙ্গনকে ১৫ হাজার, সৃষ্টি আবৃত্তি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রকে ১৫ হাজার, সারেগামা শিশু সাংস্কৃতিক সংগঠনকে ১০ হাজার, কল্পতরু সংগীতালয়কে ১০ হাজার ও জামালগঞ্জ উপজেলার জ্ঞানের সাগর বাউল ফকির দুর্বিন শাহ পরিষদকে ২৫ হাজার, মেঠোসুর সাংস্কৃতিক বিদ্যাপীঠকে ২০ হাজার, রমিজি শিল্পী গোষ্ঠীকে ১৫ হাজার, সুর নিকেতন একাডেমিকে ১৫ হাজার এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুর ঝংকার শিল্পী সংস্থাকে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি ভেরিফিকেশন করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি), নুসরাত ফাতেমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার মোঃ শাকিল আহমেদ, সহকারী কমিশনার মনজুর আলম, সহকারী কমিশনার আখতার জাহান সাথী, সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন সরকার, সহকারী কমিশনার রাহুল চন্দ, সহকারী কমিশনার ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার বেগম গাজালা পারভীন রুহি, সহকারী কমিশনার আসিফ আল জিনাত উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত