দিরাই সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০১৫ ১৯:২১

দিরাইয়ে মেলা আয়োজনকারী ও 'তৌহিদী জনতা' মুখোমুখি

সুনামগঞ্জের দিরাইয়ে মেলার নামে 'অশ্লীল নাচগান ও জুয়া'র আয়োজন করার অভিযোগ নিয়ে প্রতিবাদী এলাকাবাসীরা 'তৌহিদী জনতা' নাম নিয়ে মেলা আয়োজকদের সাথে সংঘাতে জড়িয়েছে ।


সুনামগঞ্জের দিরাইয়ে মেলার নামে 'অশ্লীল নাচগান ও জুয়া'র আয়োজন করার অভিযোগ নিয়ে প্রতিবাদী এলাকাবাসীরা 'তৌহিদী জনতা' নাম নিয়ে মেলা আয়োজকদের সাথে সংঘাতে জড়িয়েছে ।

অভিযোগ উঠেছে আয়োজকরা যেকোন মূল্যে মেলা করার সিদ্ধান্তে অটল থেকে সরকারীদলের নেতাদের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে প্রশাসনের সহযোগীতা নিতে সচেষ্ট । অপরদিকে মেলার বিরুদ্ধে এলাকার 'তৌহিদী জনতা' প্রতিবাদ সভা ও স্মারকরিপির মাধ্যমে অশ্লীল নাচগান ও জুয়ার  আসর বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন। অন্যথায় মেলাস্থলে তাফসিরুল কোরআন মাহফিলের   ডাক দিয়েছেন 'তৌহিদী জনতা'।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এ নিয়ে মেলা আয়োজনকারী ও প্রতিবাদি 'তৌহিদী জনতা'র  মাঝে উত্তেজনা বিরাজ করছে। দু'পক্ষের সমঝোতা না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।


        



আপনার মন্তব্য

আলোচিত