বড়লেখা প্রতিনিধি

২৮ জুলাই, ২০১৯ ১৮:৫১

বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

মৌলভীবাজারের বড়লেখায় ভালো ফলাফলে উৎসাহিত করতে শিক্ষার্থীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মিলনায়তনে ওই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন লেখক ও গবেষক মোস্তফা সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান। মাওলানা কমর উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ বিয়ানীবাজারের প্রতিনিধি সাবুল আহমদ, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সম্পাদক প্রবাসী আজাদ আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী রমিজ উদ্দীন, দৈনিক যায়যায়দিন পত্রিকার বিয়ানীবাজার সংবাদদাতা তাজিবুর রহমান সাইম, বড়লেখা উপজেলা সংবাদদাতা সুলতান আহমদ খলিল, অনলাইন নিউজ পোর্টাল বড়লেখার ডাকের বার্তা সম্পাদক তারেক মাহমুদ, ইংরেজী প্রভাষক আমিনুল ইসলাম, আরবী প্রভাষক হাফিজ আব্দুল কাদির, মিসবাহ উদ্দীন, বাংলা প্রভাষক মনিরুজ্জামান, পরিচালনা কমিটির সদস্য সদস্য এমরানুল হক বাবু, ফয়জুল হক শিক্ষক, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত