নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০১৯ ২২:২৫

‘বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন

মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ’র ‘বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার’র বাতিঘর-এ এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। লেখক জননী শাহানারা বেগম বইটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন পরবর্তী সাবরিনা রিয়ার সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন- লেখক মুক্তাদীর আহমদ মুক্তা, রাজনৈতিক বিশ্লেষক আশফাক আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিসবাহ উদ্দিন ও লেখক হাসান মোরশেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশনা সংস্থা চৈতন্য প্রকাশনের প্রকাশক রাজিব চৌধুরী।
আলোচকরা বলেন, আমরা কেবল কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি। কিন্তু অনেকেই জানি না বঙ্গবন্ধুর আদর্শ আসলে কি। বঙ্গবন্ধুর দল যাঁরা করেন তাদের অনেকেও এটি জানেন না। হাসান মোরশেদের বইটি পড়লে জানা যাবে আসলে বঙ্গবন্ধুর আদর্শ কী ছিলো। সেই আদর্শ বর্তমান বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ অনুসরণ করছে কী না তাও বুঝতে পারবেন পাঠকরা। বইটির বহুল পাঠ প্রত্যাশা করেন বক্তারা।

চৈতন্য প্রকাশন প্রকাশিত বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা বইয়ের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত