কমলগঞ্জ প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৯ ১৫:৩৭

লাউয়াছড়ায় বন্যপ্রাণি অবমুক্ত করলেন পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজাররে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণি অবমুক্ত ও ফলজ বৃক্ষ রোপণ করলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা বন্যপ্রাণীগুলো হচ্ছে, ২টি অজগর সাপ, ১২টি অজগরের বাচ্চা, ২টি লজ্জাবতী বানর, ১টি মেছো বাঘ, ১টি হিমালয়ান পামসিভিট, ১টি খয়েরী ফনি মনসা, ১টি সবুজ বিড়াল, ২টি কালেম পাখি, ২টি সরালি হাঁস, ১টি শঙ্খিনী সাপ। এ সময় ১টি বট বৃক্ষ ও ফলজ এবং ওষধি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে লাউয়াছড়া বিট কার্যালয় সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও জীব বৈচিত্র্য রক্ষা কমিটি, কমলগঞ্জের সম্পাদক মঞ্জুর আহমেদ আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শ্রীমঙ্গল ওসি সালেক আহমদ, বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেবসহ রাজনৈতিক নেতৃবৃন্দও বন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত