সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৯ ১৭:১৭

বাসা-বাড়ির পাশাপাশি নগরকেও পরিষ্কার রাখা সকলের দায়িত্ব: আরিফ

সিলেটে এডিস মশা নিধনকল্পে সিসিকের চলমান অভিযানের অংশ হিসেবে নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় মশা নিধনে ফগার মেশিন ও স্প্রে ছিটানো হয়।

পরে মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিজের বাসা-বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি এই নগরকেও পরিষ্কার রাখা সকলের দায়িত্ব। আর এই দায়িত্ববোধ থেকেই নগরীর সকল বাসিন্দাদের এ কাজে এগিয়ে আসতে হবে। তবেই ডেঙ্গু, চিকনগুনিয়া সহ ময়লা আবর্জনাবাহী ভাইরাস রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব হবে।  

সিসিকের জনসংযোগ শাখা জানায়, গত ২৫ জুলাই ব্যাপক প্রচারণার মাধ্যমে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীতে পক্ষকাল ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও  এডিস মশা নিধনকল্পে অভিযান শুরু করেন।

এসময় তিনি নগরীর ২৭টি ওয়ার্ডের নাগরিকদের জনসচেতনতা বৃদ্ধি, বাসা-বাড়ি দোকানপাট সহ সকল প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও অনুরোধ জানান।

এসময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত