সুনামগঞ্জ প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৯ ২০:৫৪

সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোহানুর রহমানকে সভাপতি, মাসুদ আহমেদ অপুকে সাধারণ সম্পাদক এবং নাজরাতান নাঈম সালওয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুনামগঞ্জ জুবিলী স্কুলের অডিটোরিয়ামে নতুন কমিটির এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সহকারী কমিশনার আমিমুল এহসান খান ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এসআউইউডিসির সাবেক সভাপতি তানভীর রেজা খাঁন, লবজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাহেলা বেগম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজরাতান নাঈম সালওয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সোহানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সহকারী কমিশনার আমিমুল এহসান খান ইমরান বলেন, ‘সুনামগঞ্জের বিতর্ক চর্চাকে এগিয়ে নিতে কাজ অব্যাহত রাখতে হবে। অতীতে যেভাবে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি বিতর্ক প্রসারে কাজ করেছে এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা রাখি।’

নতুন কমিটির অন্যান্য পদ প্রাপ্তরা হলেন-  সহ-সভাপতি সৈয়দ তাওসীফ মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জাজুর রহমান মুয়াজ, হামিদা আক্তার মনি, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে অনিক চৌধুরী তপু, আলেক মুরাদ, সানজিদা লাবনী, মিনহা আক্তার নিপু, আসাদুর রহমান, নুসরাত জাহান মৌ, কোষাধ্যক্ষ তাসিন হক, সহ কোষাধ্যক্ষ শতাব্দী দাশ, সাদিয়া সুলতানা, মোস্তাফিজুল ইসলাম ইমন, লিয়ন বিনয়ে চৌধুরী, দপ্তর সম্পাদক আফসানা আক্তার মিলি, সহ দপ্তর সম্পাদক মোঃ সৌরভ, নাসরাত জাহান তান্নি, রাইসা জারিন আইলীড, তাহমিদ জামান, প্রচার সম্পাদক তাসনীম হোমায়রা হক হিয়া, সহ প্রচার সম্পাদক আনিসা ইবনাথ, তামান্না তারিন স্নেহা, জুবায়ের রহমান চৌধুরী, ইজাজ আহমেদ, ক্রীড়া সম্পাদক তাসলীমুল তাসলীম, প্রকাশনা সম্পাদক শতরূপ তালুকদার, শিক্ষা পাঠচক্র নাহাত হাসান পৌলমী, সহ শিক্ষা ও পাঠচক্র শামস আবীরুজ্জামান সিয়াম, এইচ এম রাজ, সুইটি আক্তার মৌ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত