নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২৭

ভূমিসন্তান বাংলাদেশের বৃক্ষরোপণ

সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেটের খাদিমনগর দলইপাড়া এলাকার প্রফুল্লপাত্র প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি। এতে বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশপাশে ৬০টি ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে সহযোগিতা করে সিলেটের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার, শাবির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগ, ইমজা। এরআগে সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচিতে পরিবেশপ্রেমীদের কাছ থেকে ৭৫০টি গাছের চারা সংগ্রহ করে সংগঠনটি।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপা বেগমের সভাপতিত্বে ও গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি মো. হাসনাইন আহমদের পরিচালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের ভূমিদাতা প্রমোদ পাত্র, স্কুল কমিটির সদস্য ধরণি পাত্র, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র, ইমজার সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট নার্সারি মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক এ এস এম জাকারিয়া, সংস্কৃতি ও পরিবেশ কর্মী বিমান তালুকদার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, মাসুদুর রহমান তারেক, শুয়াইবুল হাসান, গ্রিন এক্সপ্লোর সোসাইটির অফিস সেক্রেটারি হোসেন মাহমুদ, পাসকপ ভাষা ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষক সেবিকা পাত্র, পরিবেশকর্মী রিপন চৌধুরী, তৌহিদুল ইসলাম রুবেল, মাহবুব হাসান রাসেল, প্রমিত আকাশ, তৌফিক এলাহি হৃদয় প্রমুখ।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির জানান, সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় বৃক্ষ ভিক্ষা কর্মসূচিতে ৭৫০টি গাছের চারা সংগ্রহ করা হয়। কর্মসূচিতে সংগ্রহকৃত গাছের চারার রোপণ কার্যক্রম রোববার একটি বিদ্যালয়, পাত্র সম্প্রদায়ের ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং পাসকপ কার্যালয়ে মোট ৬০টি গাছের চারা রোপণ করেছি। আমরা ক্রমান্বয়ে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপণ করব।

আপনার মন্তব্য

আলোচিত