নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১০

বিশ্বনাথে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান, ছোরা ও চাকু উদ্ধার

সিলেটের বিশ্বনাথ থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান, ছোরা ও চাকু উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (৩১ আগস্ট) রাতে সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এসব অস্ত্র  উদ্ধার করে রোববার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি ওবাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেটের বিশ্বনাথ থানা এলাকায় রামপাশা নতুন বাজারস্থ শাহাজালাল টেলিকম দোকানের সামানে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ১টি লোহার তৈরি ফায়েরিং পিন ও স্প্রিং সংযুক্ত দেশীয় পাইপগান, ১টি কাঠের হাতল যুক্ত ছোরা ও ১টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়। কে বা কাহারা উক্ত স্থানে এই অস্ত্র রেখেছে সে বিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি এবং ঘটনাস্থলের আশেপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি।

পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত অস্ত্রসমূহ সিলেটের বিশ্বনাথ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত