নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৩

৫ দফা দাবি বাস্তবায়নে পরিবহন নেতৃবৃন্দের আলোচনা

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট ৭০৭ এর উদ্যোগে ৫ দফা দাবি বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর)  দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা হয়।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতৃবৃন্দরা বলেন, মহাসড়কে থ্রি হুইলার জাতীয় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা করায় পরিবহন শ্রমিকরা রোজি রোজগারের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে বেটারি চালিত রিক্সা, অটো বাইক, মিশুক ইত্যাদি মহাসড়ক দখল করে নিয়েছে।

বক্তারা চলমান দাবী সহ সকল সমস্যা ও পুলিশ প্রশাসন কর্তৃক বৈষম্যমূলক আচরণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি আগামী ৯ সেপ্টেম্বর দাবি আদায়ে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে সর্বস্তরের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ দাবী আদায়ের লক্ষে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনটির  সহ-সভাপতি মো. সুন্দর আলী খান, মো. আবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, মো. জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মতিন, সদস্য রফিকুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী,  মানিক মিয়া, এবাদুল খান, শরীফ উদ্দিন, রিয়াজ উদ্দিন, জয়নাল মিয়া, লিটন আহমদ, সুজন মিয়া, ফরহাদ মিয়া, এম  বরকত আলী, ফরিদ আহমদ, নওশাদ আহমদ, খিজর আহমদ, রাজা আহমদ রাজা, আতাউর রহমান,  নুরুল হক, এপল আহমদ, এমাদ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত