গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:২৯

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজ মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টটিতে গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও ১১ টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন।

ফাজিলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল, আহমদ, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, জহির উদ্দিন সেলিম, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াজদান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বাবলু, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আব্দুস সামাদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় গোলাপগঞ্জ পৌরসভা ফুটবল দলকে ০-২ গোলে পরাজিত করে উত্তর বাদেপাশা ইউনিয়ন জয়লাভ করে। একই দিন অপর আরেকটি ম্যাচে লক্ষাণাবন্দ ইউনিয়ন দল ১-০ গোলে পরাজিত করে আমুড়া ইউনিয়ন দলকে।

আপনার মন্তব্য

আলোচিত