দিরাই প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫১

দিরাইয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিরাইয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তনে হলে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী।

আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা কৃষক লীগ আহবায়ক তাজুল ইসলাম, শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিধা সিন্ধু, কর্নগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত