জৈন্তাপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৯ ১৮:১০

জৈন্তাপুর সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় গরুর চালান জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলা লালাখাল সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা গরুর চালান জব্দ করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে বিজিবি'র লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখণ্ডের বাগছড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৩টি ভারতীয় গরুর জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সিও ল্যাফটেনেন্ট কর্নেল সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগছড়া এলাকা নামক স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৩ টি ভারতীয় গরুর জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাস্টমকে জানানো হয়েছে। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত