সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৯ ১৮:৫০

সিলেট বিভাগে ট্যাঙ্কলরী শ্রমিকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা

সিলেট বিভাগের ট্যাঙ্কলরী শ্রমিকরা ৪ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। শ্রমিকদের দাবী না মানা পর্যন্ত ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সর্বস্তরের ট্যাঙ্কলরী শ্রমিকবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরোজপুরস্থ কার্যালয়ে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর এক জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়।

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত শ্রমিকরা তাদের ন্যায্য ৪ দফা আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচি চলাকালে কোন ট্যাঙ্কলরীর শ্রমিক সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাভুক্ত সকল প্লান্ট থেকে তেল সরবরাহ করবে না।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল। এছাড়াও সিলেট বিভাগের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ৪ দফা দাবিগুলো হচ্ছে- সর্বপ্লান্ট থেকে বিধি অনুযায়ী উৎপাদনের ৭২ ঘণ্টা পরে ন্যাচারাল জ্বালানি তেল ট্যাঙ্কলরীতে সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি গরম জ্বালানি তেল সরবরাহ করলে সাড়ে ১৩ হাজারের নির্দিষ্ট মাপের অতিরিক্ত ৩০ মিলি জ্বালানি তেল প্রত্যেক ট্যাঙ্কলরীতে সরবরাহ করতে হবে। সিলেট কৈলাশ টিলা গ্যাস ফিল্ড থেকে সাড়ে ১৩ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কলরীর মাধ্যমে পরিশোধিত জ্বালানি পণ্য পরিবহন বাতিল করে, পূর্বের ন্যায় ৯ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কলরীতে করে বিপিসি অধীনস্থ সিলেট বিভাগের ডিপো সমূহে জ্বালানি পণ্য পরিবহনে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রম আইন মোতাবেক শ্রমিকদের ন্যায্য বেতন প্রদান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জ্বালানি পণ্যবাহী ট্যাঙ্কলরীকে যমুনা সেতু পারাপারে যাত্রী পরিবহনের মত পারাপারে অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

এর আগে গত ৭ অক্টোবর দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার- সিলেট, ডিআইজ- সিলেট, জেলা প্রশাসক- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ, পুলিশ সুপার সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোশেরন (বিপিসি) বিবিসি ভবন সল্টগোলা রোড, চট্টগ্রাম, আহবায়ক- বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি, সভাপতি বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, সভাপতি বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্টস এন্ড পেট্রোলপাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, সভাপতি বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন দক্ষিণ যাত্রাবাড়ী- ঢাকা, আহবায়ক- বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটি বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত