সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ ২২:১০

এমসি কলেজের পুকুরঘাটে জোছনাযাপন

হাওরপারের ধামাইলের আয়োজন

ভরা পূর্ণিমার জোছনালোকিত রাতে গত ১৩ অক্টোবর রবিবার জোছনাযাপন করেছে হাওরপারের ধামাইল। লোকসংগীত কবিতা আর আড্ডার কথামালায় শ্যামলঘন এম.সি. কলেজ পুকুরঘাট মুখরিত হয়েছিল প্রকৃতির নিবিড় সান্নিধ্যে।

হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি কবি বিমান তালুকদার ও যুগ্ম সম্পাদক কবি অসীম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জোছনাযাপনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ছড়াকার মনজুর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের শিক্ষাবিদ লেখক কবি প্রশান্ত কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক, এ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সীয়ান চন্দন দাশ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, কবি ও ব্যাংক কর্মকর্তা সুমন বনিক, ইমিগ্রেশন এডভাইজার এ্যাপেক্সীয়ান জি.ডি. রুমু, শাবিপ্রবির গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহম্মেদ, এস.এ.টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আলীম শাহ।

আড্ডা আর কথামালায় যোগ দেন সিলেট এম.সি. কলেজ ছাত্রলীগের হোসাইন, সৌরভ দাশ, থিয়েটার মুরারিচাঁদের আসাদুজ্জামান, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি উমা সরকার, থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক লেখক জাকির মোহাম্মদ, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ পাল, রোভার স্কাউটের গোলাম কিবরিয়া, সংগঠনের সহসভাপতি কাস্টমস অফিসার অঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাশ, অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন মদনমোহন কলেজের প্রভাষক রাজিব চৌধুরী, মোহনা শিল্পীগোষ্ঠীর পল্লবী দাশ মৌ, অয়ন পাল, ছায়েম আহমদ, উত্তমা সরকার, ধামাইল শিল্পী জবা তালুকদার, বাউল মঞ্জিল।

কবিতা আবৃত্তি করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী হিমেল রায়, কবি মাসুদা সিদ্দীকা রুহী, কবি বিমান তালুকদার। তবলায় সংগত দেন সংগঠনের সহসভাপতি সংগীত শিল্পী মুস্তাফিজুর রহমান মুরাদ ও সদস্য কান্ত কুমার দাশ। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক কর্মী ও সংগঠক ধ্রুব গৌতম, এম.সি কলেজের গণিত বিভাগের প্রভাষক দিলীপ চন্দ্র রায়, জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস্ এর পক্ষে জাহাঙ্গীর আহমেদ, মাহাবুব রহমান শেখ, সংগঠনের সদস্য বাউল বাহার উদ্দিন বাহার, কবি অজয় বৈদ্য অন্তর, থিয়েটার মুরারিচাঁদের হাসান আল মাসুম, ঊষা কান্ত বিশ্বাস, আলী হোসেন, কামরুল ইসলাম, সজীবুল ইসলাম, অরুপ তালুকদার শুভ, বংশীকুণ্ডা ছাত্রকল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, নাট্যকর্মী ফাহমিদা এলাহি বৃষ্টি।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় এম.সি. কলেজের বেশি কিছু শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমী বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সবশেষে দুটি সমবেত ধামাইল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত