সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৯ ২০:২৩

বর্বরতার বিরুদ্ধে সিলেট বন্ধুসভার মানববন্ধন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন, বুয়েটের ছাত্র আবরার হত্যাসহ চলমান সময়ে সকল অত্যাচার, নির্যাতন, অমানবিকতা, বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টুবর) দুপুর ২টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সকল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, নারী-শিশুদের প্রতি সহিংসতা বন্ধের দাবি জানানো হয়।

সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির বলেন, ‘আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ চাই। কোনো অপরাধী যেন ধরাছোঁয়ার বাইরে না থাকে।’

সাধারণ সম্পাদক দেবাশীষ রনি বলেন, দেশে অমানবিক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। নারী-শিশু কেউই নিরাপদ নয়। মানুষ নামধারীদের অনেকেই আজ অমানবিক। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই।’

সদস্য রাহিদুজ্জামান রাজীব বলেন, আমরা আর পৈশাচিক নৃশংসতা দেখতে চাই না। মানুষে-মানুষে হানাহানি বন্ধ হোক।

মানববন্ধন কর্মসূচিতে সিলেট বন্ধুসভার সদস্য জাহাঙ্গীর আলম শিমুল, শাফায়াত হোসেন, সৌরভ চন্দ্র দাস, মিহরাব আহমেদ চৌধুরী, রাহুল রাজ নাথ, কালিম আহমেদ চৌধুরী, শিব্বির আহমদ নাছিম, রাহিদুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত