দিরাই প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৯ ১৭:০১

তুহিন হত্যা: রিমান্ড শেষে বাবা-চাচা কারাগারে

সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৫ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা জমসেদ ও মাওলানা আব্দুল মছব্বিরকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই জাকিরুল। পরে আদালত তুহিনের বাবা-চাচা সহ তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

তিন আসামিকে তিন দিনের রিমান্ডে আনা হয় দিরাই থানায়। শুক্রবার দিরাই থানার ডিউটি অফিসার রূপক কর্মকার জানান, রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে নৃশংস এই খুনের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছে ঝুলে ছিল শিশু তুহিনের লাশ। পেটের মধ্যে ঢুকানো ছিল দুটি ছুরি। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিলে লাশের সঙ্গে। কেটে নেওয়া হয় শিশুটির কান ও লিঙ্গ। আর তার পুরো শরীর ছিল রক্তে ভেজা।

আপনার মন্তব্য

আলোচিত