Advertise

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৯ ২১:১৮

অবশেষে মেয়র আরিফ ঢাকায়

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় এসে অবতরণ করে। এর আগে বিকেল সাড়ে ৫টায় সিসিক মেয়রকে বহনকারী বিমানটি কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এর আগে শুক্রবার সকালে আরিফকে নিয়ে দুইবার বিমান উড্ডয়নে ব্যর্থ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু'ঘণ্টা রানওয়েতে রেখেই এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্টা করেন। পুরোটা সময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান। পরে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

পরে শুক্রবার দুপুরে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি বিমানটি। ফলে মালয়েশিয়া থেকে আসার পথে দ্বিতীয়বারের মতো উড্ডয়নে ব্যর্থ হয় মেয়র আরিফের ফ্লাইট। পরে তৃতীয় বারের মত অন্য একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় এসে অবতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত