বড়লেখা প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৯ ১৯:৩২

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স: তিন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স: অ্যাম্বুলেন্স আছে, তবু সেবা পান না রোগীরা’ এমন শিরোনামে সিলেটটুডেটোয়েন্টিফোরে সংবাদ প্রকাশের নড়েচড়ে বসেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস।

মৌলভীবাজারের বড়লেখা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন কর্মচারীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।  রোববার (২৭ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন স্বাক্ষরিত ওই নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন- বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাছুম উদ্দিন, পরিচ্ছন্নকর্মী মৌলা মিয়া ও নিরাপত্তা প্রহরী মুহিবুর রহমান নানু।

এর আগে গত শনিবার এই তিন কর্মচারীর ব্যক্তিগত অ্যাম্বুলেন্স বাণিজ্য নিয়ে সিলেটটুডেটোয়েন্টিফোরে সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয় বলে অফিস সূত্রে জানা যায়।

তিন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার ব্যাপারটি সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন নিজেই।

আপনার মন্তব্য

আলোচিত