বিশ্বনাথ প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৯ ২০:০৮

পৌরসভার ঘোষণায় বিশ্বনাথে আনন্দ মিছিল

সিলেটের বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতারা বিশ্বনাথে আনন্দ মিছিল করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলা সদরের নতুন বাজারস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের বাসার সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে আনন্দ মিছিলে অংশ নিতে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের বাসভবনের সামনে সমবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিয়া ব্রিজে মিছিল পরবর্তী এক পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, হাইব্রিড ও জামায়াত বিএনপির অনুসারীরা আওয়ামী লীগের নামে ফায়দা হাসিল করছে, করছে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের দুর্নামও। আর হাইব্রিড জামায়াত বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের দলে ভিড়িয়েছেন শফিকুর রহমান চৌধুরী।

বক্তারা প্রকাশ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর নাম উচ্চারণ করে বলেন, বিশ্বনাথে মুজিব আদর্শ কায়েম করতে হলে, হাইব্রিড ও জামায়াত-বিএনপির মদদদাতা শফিকুর রহমান চৌধুরীকে প্রতিহত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় পথ-সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  মজম্মিল আলী, বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এ এইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, আব্দুল জলিল জালাল, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শঙ্কর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।

মিছিল ও পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব নোয়াব আলী, আব্দুল হামিদ, জয়ন্ত আচার্য, যুক্তরাজ্য ব্রাডফোড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, কবির আহমদ, রিয়ান আলী, আব্দুল খালিক (বিডিআর), লিয়াকত আলী, আব্দুল গফুর, কাহের মিয়া, ইউপি সদস্য ইসহাক আলী, জামাল আহমদ, আব্দুল কাদির মেম্বার, যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা ইকবাল হোসেন, যুবলীগ নেতা মাসুদ আহমদ, শাহ আলম খোকন, আমির আলী, সোহেল তালুকদার, রুহেল খান, আব্দুল কালাম, জয়নাল আবেদীন, জাবেদ মিয়া, ফয়জুল ইসলাম জয়, তাহিদ মিয়া, মখন মিয়া, নোমান আহমদ, তোফায়েল আহমদ, ফজলুর রহমান, আবুল কাশেম মেম্বার, নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, শানুর আলী, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সিতার মিয়া, রেহান মিয়া, আলমগির, জমির আলী, এখলাসুর রহমান, নাছির আহমদ, আমির আলী, রাসেল আহমদ, ইসলাম হোসেন, ইকবাল হোসেন, আব্দসি সালাম, আফছর মিয়া, মাহবুব হোসেন, তুরন মিয়া, তুরন চৌধুরী, নুরুল ইসলাম, ইমরান আহমদ রিয়াদ, আবু বক্কর, আজির মিয়া, আখলিছ মিয়া, আক্তার মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারর্থী দাস পাপ্পু, সালমান রব্বানী, মাহবুববুর রহমান মাছুম, আরিফ আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ, মাজহারুল ইসলাম, জামাল উদ্দিন, রাজন আহমদ, রাসেল, শাহিন, হাবিব, সোজাদ, নাঈম, এনাম, ফাহিম, রুহেল, বাছিত, মুন্না, মামুন, খাজাঞ্চি ছাত্রলীগের সভাপতি এনামুল হক, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক, ছমির দেবনাথ জুলন, শিপন আহমদ আপন, আহমদ হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রেজাউল করিম জাকারিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত