সুনামগঞ্জ প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৯ ১৫:৫৫

জামালগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রহরীর মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক প্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এ ঘটনাটি ঘটে।

নিহত বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজার গ্রামের বাসিন্দা ও  সুন্দরপুর হাওরের নৈশ প্রহরী বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাওরে পাহারা দেওয়া শেষ করে বাড়ি ফেরার পথে সোমবার ভোরে সুন্দরপুর হাওরে হঠাৎ করে বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে ৬ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠলেও বাবুল মিয়া নৌকার নিচে পরে যায় এবং তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত