কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০১৯ ২২:১৮

কোম্পানীগঞ্জে ময়না মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত ময়না মিয়া হত্যাকান্ডের ৫ আসামীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,  এই হত্যা মামলায় তথ্যপ্রযুক্তর সহায়তায় ১৬ নভেম্বর গাজীপুর জেলার টঙ্গি থেকে শাহিন মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাহিন। আদালতে তিনি পূর্ব শত্রুতার জেরে ময়না মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেন। শাহিনের স্বীকারোক্তির প্রেক্ষিতে বাগারপাড় গ্রামের বাশার ও আবুল খায়েরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে পুলিশ।

এর আগে ২৬ অক্টোবর এ ঘটনায় রমজান আলী সেলু (৩৫) ও ২৭ অক্টোবর ছিদ্দিক আলী (৫০)কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু জানান, এই হত্যাকান্ডের কোন প্রকার প্রমাণ রাখেনি হত্যাকারীরা। দীর্ঘদিনের পরিশ্রম ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় খুব কম সময়ে ক্লু্বিহীন হত্যা মামলাটির সকল আসামীদের আটক করতে সক্ষম হয়েছি।


প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ময়না মিয়া নিখোঁজ হওয়ার পর ১০ সেপ্টেম্বর লাশ বাগারপাড় গ্রামের মজমিল আলীর পুকুরপাড় থেকে  তার উদ্ধার করেছিলো কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই তুতা মিয়া বাদী হয়ে ১২ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা (নং ০৭) দায়ের করে।

নিহত ময়না মিয়া বাগার পাড় গ্রামের আবুল হোসেনের ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত