কুলাউড়া প্র‌তি‌নি‌ধি

১৮ নভেম্বর, ২০১৯ ০০:১৬

কুলাউড়ায় মুদি দোকানের চোরাইকৃত মালামালসহ আটক ১

মৌলভীবাজারের কুলাউড়ায় মুদি দোকানের প্রায় ৩০ হাজার টাকার চোরাইকৃত মালামালসহ কয়ছর মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

গত শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. হিরা মিয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরেরদিন শনিবার সকালে পাশের দোকানদার শাহজাহান মিয়ার মাধ্যমে জানতে পারেন হিরা মিয়ার দোকান চুরি হয়েছে। এঘটনায় ওইদিন কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন হিরা মিয়া। এঘটনায় পুলিশ তদন্ত করে জানতে পারে হিরা মিয়ার দোকানের উত্তর পাশের দোকানদার কয়ছর মিয়ার দোকানে চোরাইকৃত মালামাল রয়েছে। পরে ওই চোরাইকৃত মালামাল জব্দসহ দোকানদার কয়ছর মিয়াকে আটক করে পুলিশ।

এদিকে আটক দোকানদার কয়ছর মিয়া জানান, এই মালমালগুলো সে স্থানীয় কলিমাবাদ বাসিন্দা মনফর মিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করেন। এ ঘটনায় ১৭ নভেম্বর মো. হিরা মিয়া বাদি হয়ে এবং মনফর ও কয়ছরকে আসামি করে একটি চুরির মামলা (নং-১৬) দায়ের করেন।

কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আটক কয়ছরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত