জৈন্তাপুর প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৯ ১৯:১৮

জৈন্তাপুরে ১৭টি ভারতীয় গরু আটক

সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরের ডিবির হাওর এলাকা থেকে ১৭টি ভারতীয় গরু আটক করেছে ৪৮ বিজিবি।  

শনিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় ৪৮ বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলাম এর নেতৃতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৮৬ পিলারের ডিবির হাওর এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয়।

আটককৃত গরু বর্তমানে বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্পে রয়েছে। চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

অপরদিকে একই এলাকার ১২৮৬ রিভার পিলার এলাকা থেকে (২০ নভেম্বর) ডিবির হাওর বিশেষ ক্যাম্পের টহল টিম ২টি মহিষ ও ২টি গরু আটক করে। রিভার পিলার এলাকা হতে জৈন্তাপুর ক্যাম্প অভিযান চালিয়ে ৮টি গরু ও ৫টি মহিষ আটক করে।

৪৮ বিজিবি’র ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলাম জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। শনিবার  (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় অভিযান চালিয়ে ১৭ টি আটক করতে সক্ষম হই। আটক গরুগুলো সিও স্যারের নির্দেশে কাস্টম কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত