বড়লেখা প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৭

বড়লেখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সুমিতা চক্রবর্তী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সুমিতা চক্রবর্তী। তিনি সদর ইউনিয়নের বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জাতীয় শিক্ষা পদক (প্রাথমিক বিদ্যালয়) উপজেলা পর্বের বাছাই উপলক্ষে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তার নাম ঘোষণা করে। এর আগে বুধবার বড়লেখা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়।
    
সুতিমা চক্রবর্তী ২০০৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলার ভোলারকান্দি, সুজাউল ও বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আগামী ৪ ডিসেম্বর জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব বাছাইয়ে তিনি অংশ নেবেন। এদিকে সুমিতা চক্রবর্তী প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত