সিলেটটুডে ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩১

জুড়ীতে ট্রাফিক পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে ট্রাফিক পুলিশিং কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় যানজট নিরসনের জন্য জুড়ী ভবানীগঞ্জ বাজার নিউ মার্কেট চত্বর মাঠে এর উদ্বোধন করা হয়।

জুড়ী থানার তদন্ত ওসি আমিনুল ইসলামের পরিচালনায় ও থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর।

এসময় প্রধান অতিথি কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর বলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের প্রতিশ্রুতিতে জেলার জুড়ী উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার বিজিবি ক্যাম্প চত্বর ও ভবানীগঞ্জ বাজার কলেজ রোড পয়েন্টে ২জন ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী থানায় সংযুক্ত শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, স্থানীয় ভবানীগনন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আয়াজ উদ্দিন, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
 








আপনার মন্তব্য

আলোচিত